মাতৃদেবী সংস্কৃতি আম্মা তুমি মুসলমান- কবীর সুমন Martidebi Sangskriti

 


মাতৃদেবী সংস্কৃতি আম্মা তুমি মুসলমান
                                — কবীর সুমন


মাতৃদেবী সংস্কৃতি, আম্মা তুমি মুসলমান
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
স্বামীজিরা সংস্কৃতি, মৌলানারা মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
উপনিষদ সংস্কৃতি, কোরান হলো মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব শান্তি মিছিলে হাঁটতে যান।
জল বলাটা সংস্কৃতি, পানি বললেই মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
চাটুজ্জেটা সংস্কৃতি, কবীর সুমন মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
ঘোমটা তুমি সংস্কৃতি, বোরখা তুমি মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব কুরুক্ষেত্রে হাঁটতে যান।
এমনিতে যারা দিব্যি বলেন বাঙালি আর মুসলমান,
অমনি তারা গম্ভীর মুখে কুরুক্ষেত্রে হাঁটতে যান।

****************




মাতৃদেবী সংস্কৃতি আম্মা তুমি মুসলমান
— কবীর সুমন

মাতৃদেবী 'সংস্কৃতি, আম্মা তুমি মুসলমান
Mother:Goddess- is Culture; Vs. Mother:Amma- you are a Muslim
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
Cultured people go out for a walk in a wet-full mood
স্বামীজিরা সংস্কৃতি, মৌলানারা মুসলমান,
Swamijis are 'Culture; Vs. Maulanas are Muslims,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
Cultured people go out for a walk in a wet-full mood
উপনিষদ 'সংস্কৃতি, কোরান হলো মুসলমান,
UPANISHADS are Culture; Vs The Qur'an is for Muslims,
সংস্কৃতির ধারকরা সব শান্তি মিছিলে হাঁটতে যান।
Cultured people go for a walk in all peace processions.
জল বলাটা 'সংস্কৃতি, পানি বললেই মুসলমান,
Water:JAL is considered Culture; Vs Water:PANI is Muslim
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
Cultured people go for a walk with a wet-full mood.
চাটুজ্জেটা সংস্কৃতি, কবীর সুমন মুসলমান,
NAME- Chatuzjeta is Culture; Vs Kabir Sumon Muslim,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
Cultured people go for a walk with a wet-full mood.
ঘোমটা তুমি সংস্কৃতি', বোরখা তুমি মুসলমান,
The Veil you are Culture; Vs BURQA you are Muslim,
সংস্কৃতির ধারকরা সব কুরুক্ষেত্রে হাঁটতে যান।
Cultured people go for a walk in Kurukshetra.
এমনিতে যারা দিব্যি বলেন বাঙালি আর মুসলমান,
Those who swear- Bengalis and Muslims,
অমনি তারা গম্ভীর মুখে কুরুক্ষেত্রে হাঁটতে যান।
Thus they go for a walk in Kurukshetra with a wet-full mood.



Mother:Goddess- is 'Culture'
- Kabir Sumon

'Mother:Goddess' is 'Culture'; Vs. 'Mother:Amma' you are a Muslim
Cultured people go out for a walk in a wet-full mood
Swamijis are 'Culture'; Vs. Maulanas are Muslims,
Cultured people go out for a walk in a wet-full mood
UPANISHADS are 'Culture'; Vs The Qur'an is for Muslims,
Cultured people go for a walk in all peace processions.
Water:JAL is considered 'Culture'; Vs Water:PANI is Muslim
Cultured people go for a walk with a wet-full mood.
NAME- Chatuzjeta is 'Culture'; Vs Kabir Sumon Muslim,
Cultured people go for a walk with a wet-full mood.
The Veil you are 'Culture'; Vs BURQA you are Muslim,
Cultured people go for a walk in Kurukshetra.
Those who swear- Bengalis and Muslims,
Thus they go for a walk in Kurukshetra with a wet-full mood.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !