মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম Board of Intermediate & Secondary Education, Chattogram:৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন Class 9 Registration

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম

Board of Intermediate & Secondary Education, Chattogram

সিডিএ এভিনিউ, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।

www.bise-ctg.gov.bd 


স্মারক নম্বর- চশিবাে/বিদ্যা:/বিজ্ঞপ্তি/১৫/২০১৩/৬০৮৫ (২)

তারিখঃ ২৩/০৬/২০২২ খ্রিঃ 

===

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, চট্টগ্রাম-এর আওতাধীন অনুমােদিত মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজ প্রধানকে জানানাে যাচ্ছে যে, জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করে সম্পন্ন করার অনুরােধ করা হল। 


ফি এর হার (প্রতি শিক্ষার্থী)

খাতের বিবরণ + ফি-এর হার 

০১. রেজিষ্ট্রেশন ফি (জনপ্রতি) ১০০/

০২. বিলম্ব ফি (জনপ্রতি) ১০০/

০৩. ক্রীড়া ফি (জনপ্রতি) ৫০/

০৪. স্কাউট/গার্লস গাইড ফি (জনপ্রতি) ১৫/

০৫. রেড ক্রিসেন্ট ফি ১৬/

০৬. বি.এন সি.সি ০৫/

০৭. বিজ্ঞান ও প্রযুক্তি ফি (জনপ্রতি) ১০/

০৮. জাতীয় অন্ধ কল্যাণ ফি (জনপ্রতি) ০৫/

০৯. জাতীয় ক্রীড়া এ্যাফিলিয়েশন ফি (প্রতিষ্ঠান প্রতি) ৩০০/ 


**বিলম্ব ফি ছাড়া জনপ্রতি ২০১/- (দুইশত এক) টাকা এবং বিলম্ব ফি সহ ৩০১/- (তিনশত এক) টাকা ফি প্রদান করতে হবে। 


NOTE: শিক্ষা মন্ত্রণালয়ের ১৭/১২/২০২০ তারিখের স্মারক নং ৩৭.৫০,০০০,০৭২,৪৪.০২১.১৭.৪৩৬ অনুযায়ী ৯ম ও ১০ম শ্রেণীতে (২৫+২০)= ৪৫/- টাকা রেড ক্রিসেন্ট ফি আদায় করে আদায়কৃত অর্থের ৪০% অর্থাৎ ১৬/- (ষােল) টাকা শিক্ষা বাের্ডে প্রেরণ ও অবশিষ্ট ৬০% অর্থাৎ ২৪/- টাকা শিক্ষা প্রতিষ্ঠানে (আলাদা একাউন্টে) যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রাখতে হবে।


eSIF পূরণ (রেজিস্ট্রেশন) ও অনলাইন পেমেন্ট/টি.টি (T.T) করার সময়সূচি 


১. eSIF পূরণ ও অনলাইন পেমেন্ট/টি.টি (T.T) করার তারিখঃ

২৬/০৬/২০২২ হতে ২১/০৭/২০২২  

২. বিলম্ব ফি সহ eSIF পূরণ ও অনলাইন পেমেন্ট/টি.টি (T.T) করার তারিখঃ

২৯/০৭/২০২২ হতে ০৮/০৮/২০২২ 

৩. অনলাইনে শিক্ষার্থীদের ছবি, বিষয় ইত্যাদি সম্পর্কিত তথ্যের ভুলভ্রান্তি সংশােধনের তারিখঃ

১০/৮/২০২২ হতে ১৮/৮/২০২২ 

৪. শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরযুক্ত eSIF প্রিন্ট আউট সরাসরি জমাদানের তারিখঃ 

২১/০৮/২০২২ হতে ২৫/০৮/২০২২ 



নির্দেশনাবলী


১। অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এসএসসি eSIF কর্ণারে ক্লিক করে eSIF পূরণ করতে হবে। 


২। শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড, চট্টগ্রাম-এর অনুকলে হিসাব নং- SND-59, সােনালী ব্যাংক, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম বরাবর নির্ধারিত সময়ে সােনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে (বহদ্দারহাট শাখা ব্যতীত) টি.টি করতে হবে। এ ছাড়াও উক্ত হিসাবের অনুকূলে বিকাশ, রকেট, ইসলামী ব্যাংক, টি-ক্যাশ, শিওর ক্যাশ, নগদ, ডিবিএল নেক্সাস পে, ভিসা, মাস্টার কার্ড অনলাইন পেমেন্ট সিস্টেম-এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করা যাবে। 


৩। অনলাইন পেমেন্ট করার নিয়ম-“অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন এই লিখাটিতে ক্লিক করতে হবে। তারপর স্কুলের EIIN, শিক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠান প্রধানের মােবাইল নম্বর প্রদান করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। 


৪। প্রিন্ট আউট জমাদানের সময় টি টি ভাউচারের/অনলাইন পেমেন্টের সত্যায়িত কপি উপজেলা/জেলা/মেট্রোপলিটন এলাকা পর্যায়ে। স্কাউট ফি ও বিশ্ব স্কাউট সংস্থার বার্ষিক সদস্য ফি পরিশােধের সত্যায়িত কপি বিদ্যালয় শাখায় জমা দিতে হবে। 


৫। তাঁর প্রতিষ্ঠানে ভর্তি বহির্ভূত/জেএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ কোন শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন করা হয়নি মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।


৬। ০১ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। 


৭। শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের জন্য তথ্য আপলােড করার লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রয়ােজনীয় স্বাস্থ্যবিধি পালন করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে ভলিভাবে যাচাই করতে হবে। নিশ্চিত হবার পর ফাইনাল সাবমিট করতে হবে। 


৮। জেএসসি অনুত্তীর্ণ, নির্ধারিত বয়সসীমা না মানা, দ্বৈত রেজিস্ট্রেশন করাসহ যে কোন ধরনের ত্রুটিপূর্ণ রেজিষ্ট্রেশন এর ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অধিকতর সতর্কতা অবলম্বন করার জন্য বলা হল। উক্ত রূপ যে কোন অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ও প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং এ ক্ষেত্রে বিধি মােতাবেক কঠোর ব্যবস্থা গ্রহগ করা হবে।


(ড. বিপ্লব গাঙ্গুলী)

বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড

চট্টগ্রাম।

জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সার্কুলার


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !