হালাল সাটিফিকেট Halal Certificate: Bangladesh Standards and Testing Institution (BSTI) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন

Bangladesh Standards and Testing Institution Ministry of Industries Government of the People's Republic of Bangladesh
 বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন 

শিল্প মন্ত্রণালয় 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মান ভবন, ১১৬/ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ 

ফোন: ৫৫০৩০০৫৪, ৫৫০৩০০৬৩, ৫৫০৩০০৯৩, ৫৫০৩০০৮০,

৫৫০৩০০৭৬, ৫৫০৩০০৮৩, ৪৮১১৬৬৬৫ Fax: 88-02-55030092, 

E-mail: dg@bsti.gov.bd, bsti@bangla.net, website: www.bsti.gov.bd


হালাল সাটিফিকেট সংক্রান্ত বিজ্ঞপ্তি 


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ ও প্রবিধানমালা অনুযায়ী পণ্যের মান প্রণয়ন ও মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দায়িত্বপ্রাপ্ত। বিএসটিআই খাদ্য বিষয়ক আন্তর্জাতিক মান সংস্থা Codex Alimentarius Commission (CAC) সদস্য। দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিএসটিআই কর্তৃর্ক ওআইসিভুক্ত মুসলিম দেশসমূহের মান সংস্থা The Standards and Metrology Institute for Islamic Countries (SMIIC) এর হালাল বিষয়ক মানকে বাংলাদেশ মান। (বিডিএস) হিসেবে Adopt করা হয়েছে। 


পণ্যের হালাল সার্টিফিকেশনের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রবিধানমালা, ১৯৮৯ সংশােধন করে এসআরও নং: ২৯৭-আইন/২০২১, তারিখ: ০৮-০৯-২০২১ জারির মাধ্যমে বিএসটিআই কর্তৃক হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম ও পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএসটিআই'র হালাল লােগাে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। বিগত মার্চ, ২০২২ থেকে বিএসটিআই কর্তৃক পণ্যের হালাল সাটিফিকেট প্রদান করা হচ্ছে। 


বিএসটিআই'র হালাল সার্টিফিকেশন প্রদান প্রক্রিয়ার সাথে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরাে, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ, কওমি মাদ্রাসা, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, কনজিউমার এসােসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ বিএসটিআই'র কর্মকর্তাগণ অন্তর্ভুক্ত রয়েছেন। ৫টি ক্ষেত্রে যথা: ‘খাদ্যপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ‘প্রাণিসম্পদ’, ‘মৎস্য, প্রসাধনী ও ফার্মাসিউটিক্যালস’, ‘প্রক্রিয়াজাত ও পঁচনশীল প্লান্ট প্রােডাক্টস' বিষয়ক পণ্যের জন্য হালাল সার্টিফিকেট বিএসটিআই থেকে প্রদানের ব্যবস্থা রয়েছে। 


হালাল সার্টিফিকেটের জন্য ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ১,০০০.০০ (এক হাজার) টাকা, মাঝারি শিল্পের ক্ষেত্রে ৩,০০০.০০ (তিন হাজার)। টাকা এবং বৃহৎ শিল্পের ক্ষেত্রে ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা ফি নির্ধারণ করা হয়েছে। হালাল সার্টিফিকেটের আবেদন ফরম ও নিয়মাবলী পরিচালক (সিএম), বিএসটিআইমােবাইল নম্বর: ০১৭১২ ৮২৮৬২৭ বা টেলিফোন নম্বর: +৮৮ ০২ ৫৫০৩০১১৩ অথবা বিএসটিআই'র ওয়ান-স্টপ-সার্ভিস সেন্টার, টেলিফোন নং +৮৮ ০২ ৫৫০৩০০৬৬ এ যােগাযােগ করে জানা যাবে। দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিএসটিআই হতে হালাল সার্টিফিকেট গ্রহণের জন্য অনুরােধ করা যাচ্ছে।।


(ড. মােঃ নজরুল আনােয়ার) 

মহাপরিচালক (গ্রেড-১)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !